কবিতা উৎসবে থাকছে" রেরে-RERE"
Jadil Mri
![]() |
সংগ্রহীত |
গারো জনগোষ্ঠীর অন্যতম জনপ্রিয় ব্যান্ড হচ্ছে" রেরে"।রেরে মূলত গারো ভাষায় গান করে থাকে এছাড়াও বাংলা অন্যতম।রেরে ব্যান্ড শুরু থেকে আজ পর্যন্ত মাতৃভাষা গানের সাথে আপোষ করিনি।রেরে ব্যান্ড হারিয়ে যাওয়া গান গারো(মান্দি) জনগোষ্ঠীর কাছে নতুন করে গানগুলো পৌঁছে দিচ্ছে।রেরে ব্যান্ড গারো গান গুলো দিয়েই এক নজির স্থাপন করতে সক্ষম হয়েছে।
আগামীকাল ,২৩ ফেব্রুয়ারি ২০১৯ বিমূর্ত-২১ কবিতার উৎসবে রেরে ব্যান্ড থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসির সড়কদ্বীপে (স্বোপার্জিত স্বাধীনতা)
সময়- বিকেল ৪ঃ৩০ টায়।
No comments