শুরু হচ্ছে খ্রিষ্টীয় গঠন প্রশিক্ষণ কোর্স-২০১৯
JaDil Mri
প্রতি বছরের ন্যায় এই বারো বারমারী ধর্মপল্লীতে এস,এস,সি ক্যাথলিক ছাত্র ছাত্রীদের খ্রিষ্টীয় গঠন প্রশিক্ষণ কোর্স শুরু হবে।জানা যায় এই বারো দুইটি গ্রুপে ভাগ করা হয়েছে।
প্রথম গ্রুপে থাকবে বিড়ইডাকুনী,বারমারী,ময়মনসিংহ, ঢাকুয়া,বালুচড়া,জলছত্র,দিগলাকোনা,নলুয়াকুড়ি,ধাইরপাড়া ধর্মপল্লীর ছাত্র ছাত্রীরা অংশগ্রহণ করতে পারবে।
দ্বিতীয় গ্রুপে থাকবে ভালুকাপাড়া,রানীখং,মরিয়মনগর,ঝলঝলিয়া,উৎরাইল,
দরগাচালা,বরুয়াকোণা,পীরগাছা ধর্মপল্লীর ছাত্র ছাত্রী অংশগ্রহণ করতে পারবে।
প্রথম গ্রুপটির প্রোগ্রাম শুরু হবে ৫ মার্চ থেকে ১১ মার্চ পর্যন্ত এবং দ্বিতীয় গ্রুপটির প্রোগ্রাম শুরু হবে ১৩ মার্চ থেকে ১৯ মার্চ পর্যন্ত।
যারা যারা যেতে ইচ্ছুক নিজ নিজ ধর্মপল্লী থেকে ফরম সংগ্রহ করতে পারবে।
No comments