আচ্চু জনিক নকরেক

Ja'dil Mri


জনিক নকরেক




স্মৃতির পাতা খুলি যখন....


হেঁটে হেঁটে পৌঁছেগেছি দোখলা বল মাঠে,যখন কোন কাম কাজ থাকে না,তখন হুদাই ঘুরাঘুরি করি।গরমকালে কোথাও শান্তি নাই,গাছের নিচেই একমাত্র শান্তির জায়গা,কী শান্তি আ'হা কত আরাম,একটু ছায়া মন মেজাজ ভালো করে দেয়। বল মাঠে যেতেই দেখা হয়েগেল আচ্চু জনিক নকরেক এর সাথে।অনেক বয়স হয়েগেছে ঠিকমত হাঁটতে পারছেন না,তবুও এদিক সেদিক করে বেড়ায়।তখন বেশ দুপুর গড়িয়ে বিকেল হতে চললো।কাছে যেতেই আচ্চুর সাথে বসে পড়লাম,খুব জোর গলায় জিঙ্গাসা করলাম(এখন কানে কম শুনে) "আচ্চু,Nammi dongama?(কেমন আছো?)।আচ্চু বলে উঠলো,হ্যাঁ ভালো আছি তবে বেশ গরম পড়েছে,শরীর ভালো যাচ্ছে না।আচ্চু এখন নানা রোগে আক্রান্ত,অনেক বয়স হয়েগেছে তো। আমার জানা মতে এখন আচ্চুর বয়স প্রায় ১১৫ বছর।ভাবা যায় তাহলে, এত বয়স হয়েগেল এখনো নিজে নিজে হাঁটতে পারে,এদিক সেদিক ঘুরে বেড়ায়।চিন্তা করা যায় যতটুকু পারে সবকিছু খবর রাখতে চেষ্টা করে,মানে আপডেট খবর।একটু ভেবে দেখি,আচ্চু মত বয়স হলে আমরা কী এমন ভাবে হাঁটে পারবো? হাঁটা তো দূরে থাক বেঁচে থাকবো কিনা সন্দেহ!


আচ্চু কিন্তুু ব্রিটিশ আমল,পাকিস্তান আমলের মানুষ;আর এখন স্বাধীন দেশে আছেন।আচ্চুর সাথে বসলে কত অজানা কাহিনী  শুনা যায়, যা কল্পনার বাইরে।সেই দিন গারো জাতির উৎপত্তির কথা শুনেছিলাম।কি ভাবে গারো জাতি আসলো কোন দেবতা ছিল কিভাবে সৃষ্টি করলো  এমনি করে কিছুক্ষণের মধ্যে নানান কিছু জানা শুনা হয়ে গিয়েছিল।বয়সের কারনে এখন বেশি কথা বলতে পারেন না,তবুও যতটুকু পারেন কথা বলতে থাকেন,কথা শেষ হবার নয়।বর্তমানে আবিমায় আচ্চুর মত বেঁচে থাকা লোক আমার জানা নাই।আচ্চু এমন কিছু জানে বা বলতে পারবেন যা বলার মত আর কোন লোক বেঁচে নেই।আচ্চু গারোদের ইতিহাস থেকে শুরু করে বর্তমান মানে ডিজিটাল যুগ পর্যন্ত যা কিছু ঘটেছে এবং গারোদের খুঁটিনাটি প্রায় সবকিছুই জানা।আচ্চু আমাদের কাছে গুরুত্বপূর্ণ অনেক কারনে।যদি আমরা গুরুত্ব জিনিশটা এখন না বুঝি তাহলে পরে হায় হায় করা ছাড়া উপায় নাই।
যদি কারো গবেষণাধর্মী কোন কিছু করার ইচ্ছা থাকে বা জানার আগ্রহ থাকে আচ্চু সাথে সময় কাটাতে পারলে ভালো হয়।যদিও এখন বয়সের কারনে মাঝে মাঝে কথা বার্তা উল্টপাল্ট হয়ে যায়,তবুও কথাগুলো উপকৃত হবে বলে আমি মনে করি।


আচ্চু এখন পর্যন্ত স্থিরভাবে সাংসারেক ধর্মে বিশ্বাসী, অনেকে অনেক ভাবে আচ্চুকে ধর্মান্তরিত করতে চেষ্টা করেছে তবুও নিজের বিশ্বাসের উপর স্থির থেকেছেন এবং আজীবন সাংসারেক ধর্মে প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে যাবেন।
সাংসারেক ধর্মের রীতিনীতি এখনো পালন করেন ও প্রতিবছর অরিজিনাল ওয়ানগালা উনার বাড়িতে হয়ে থাকে।অরিজিনাল বললাম এই কারনে যে,ওয়ানগালার সমস্ত নিয়ম কানুন মেনে করা হয়,খ্রিষ্টান ধর্মের কোন ছোঁয়া নেই।আচ্চু কিন্তুু খুব রসিক মানুষ,যুবক বয়সে প্রচন্ড তেজি  ছিলেন।মাঝে মাঝে নিজের ক্ষোভের কথা বলেন,নিজের কাছের মানুষগুলো কী ভাবে খ্রিষ্টান হয়েগেল,সবকিছু বিসর্জন দিল,নিজেদের বলতে তেমন কিছু আর নেই।তবুও আচ্চু স্বপ্ন দেখে হয়তো একদিন সোনালী দিন ফিরে আসবে, নিজেদের মত করে সবকিছু আবার পালন করবে। আমি যখন ছুটিতে বাড়ি যায় তখন আচ্চুর বাড়িতে কোন না কোন ভাবে একবার হলেও যাওয়া হয়,আচ্চু কে কোন দিন দেখি আবার কোনদিন দেখি না।
আচ্চুর সাথে গল্প করতে করতে প্রায় সন্ধ্যা,সেদিন অনেক কিছু জানা হয়ে গিয়েছিল,যা আগে জানতাম না।আচ্চু বিদায় নিল,আমরাও বিদায় নিলাম।
দীর্ঘশ্বাস নিয়ে পথের দিকে হাঁটা দিলাম..
নিমিষে কত কিছু পরিবর্তন হয়ে যায়,কত কিছু ঘটে,
না চাওয়াটাই মানুষ বেমালুম করে পেয়ে যায়,দেখতে হয়।
আমার মত....
মানুষের স্বপ্ন কত রঙ বে-রঙের, অদ্ভুত অদ্ভুত, অবাস্তব!

No comments

Theme images by saw. Powered by Blogger.