সর্তীথ চিরানের লেখা কবিতা..জিনেন্দ্র সাংমা


সর্তীথ চিরান


জিনেন্দ্র সাংমা

সর্তীথ চিরান
কবি এবং তরুণ লেখক

শেরপুরের মাটিতে জন্মেছিলেন মুকুটবিহীন রাজা
কাজে কর্মে সকল প্রতিভায় সেজে সবার সেরা,
শিক্ষার মেধায় ছিল উনার অতুলনীয় বুদ্ধি
সেই মেধায় করেছিলেন আমাদের সমৃদ্ধি,
মনুষ্যত্ব রক্ষায় ২য় বিশ্বযুদ্ধে তিনিও রেখেছিলেনন অবদান
সেই সুবাধে ব্রিটিশ সৈনিকেরর বস্ত্র করেছিলেন পরিধান,
৭১ রে পাকিস্তানিরা করেছিল অত্যাচার
সবার সাথে অস্ত্রহাতে তাদের তিনিও করেছেন প্রত্যাহার,
স্বাধীন দেশে স্বাধীন জাতি নিচ্ছিল নিশ্বাস
সেই জাতীতে উনার ছিল স্বপ্ন ও বিশ্বাস,
শিক্ষার প্রসারে তিনি করেছেন বিদ্যালয় প্রতিষ্ঠান
সেই বিদ্যালয়ে শিক্ষা বাড়াতে উনার দৃঢ় চেষ্টা,
এই জাতিকে নিয়ে তিনি স্বপ্ন দেখেছিলেন
স্বপ্ন পূরনে তিনি অনেক অবদান রেখেছিলেন
শিক্ষার প্রসারে ছেলে মেয়ে ধরে বিদ্যালয়ে পড়াতেন
শিক্ষা জ্ঞানে সেই ছেলে মেয়ে সফলতার ছুয়েছেন,
হে মহান জিনেন্দ্র সাংমা মহান তোমার কর্ম
সেই কর্মে আমরা করি তোমার জন্য গর্ব,
কাজে কর্মে অবদানে দেখিয়েছো আমাদের পথ
সে পথে চলবো আমি এটাই আমার শপথ,
তোমার বংশে জন্মেছি আমি এটা আমার গর্ব
তোমার পথে হাটলেই আমি সফল হতে পারবো,
মহান কর্ম করেন যিনি স্বর্গে থাকেন তিনি
স্বর্গ থেকে আমার জন্য দোয়া রাখবেন আপনি,
মহান তোমার কর্ম মহান অবদান
কিভাবে করি আমরা তোমার জয়গান,
যত বাক্য আছে আমার সংকটে হবে জয়গানে
তোমাকে আমরা করি স্বরন মনে ও প্রানে,
কাজে কর্মে দেখিয়েছো সফলতার চাবিকাঠি
সেই চাবি হাতে নিয়ে সাফল্যের দিকে চলি,
অমর তুমি জিনেন্দ্র সাংমা অমর তোমার অবদান
সেই অবদানে স্বরন রাখি তোমার মন ও প্রান,
ধন্য ধন্য তুমি আজীবন তোমায় রাখবো স্বরনে
যদি মৃত্যু আসে তবুও ভুলবনা তোমায় রাখবো সম্মানে।

No comments

Theme images by saw. Powered by Blogger.