আমার জন্য কেউ কিনে দিবা? বই!
Ja'dil Mri
বই |
বই এর সাথে সখ্যতা এত বেশি না,জীবনে কম'ই বই পড়া হয়েছে।মাঝে মাঝে এত আপসোস লাগে পৃথিবীতে এত এত বই, যদি এর কিছু অংশ পড়তে পারতাম,মনে খুব শান্তি লাগতো। জীবনে আজ পর্যন্ত যতগুলো বই পড়েছি,সব বলে দেওয়া যায়।এটা কোন বই পড়া হলো নাকি!! এমন ভাবে বই পড়ার ইচ্ছা, যা গুণে শেষ করা যাবে না।
বই মেলা চলছে,প্রত্যেকটা দিন মনে হয়, কবে যে যেতে পারবো।বই মেলায় গিয়ে একটি বই কিনলেও খুব আরাম অনুভব করতাম,আপসোস আপসোস! সমস্যা হচ্ছে যাওয়ার কোন বাও খুঁজে পাচ্ছি না, একটা কাজ কাম পেলেই টুঁ মারা যেতো।গতবারো যাওয়া হয়নি,এই বারো যাওয়ার সম্ভাবনা কম।তবে আশা ছাড়েনি, এক বার হলেও যেতে চাই।আমার শখের বই রাখার জায়গা আছে,অবশ্য এখন পর্যন্ত বেশি সংগ্রহ করতে পারিনি।যতটুকু আছে, যে কোন মানুষের মাসগুলো খারাপ যাবে না।গত বছর অনেক জনের কাছ থেকে বই চেয়ে চেয়ে নিয়েছি।এই বার বই চাইতে কেমন জানি মন সায় দিচ্ছে না ,এইবার আর ব্যক্তিগত ভাবে কাউকে নক দিব না। যদি কেউ আমাকে বই দিতে চাই বা দেয়, আমি খুবই কৃতজ্ঞ থাকব।
ভালোবেসে আমাকে,
কেউ বই দিবা কি?
No comments