কবি মিঠুন রাকসাম Part-3
Ja'dil Mri
কবিতার বই |
কবি মিঠুন দার আরো কিছু ভালো ভালো কবিতা... কমেন্ট করতে ভুলবেন না কিন্তুু....
১৯
যখন জ্বরের ঘোর কেটে গেছে-১
শুয়ে ছিলাম
হঠাৎ জ্বরের ঘোরে উড়ে গেলাম
অদ্ভুত আলোকিত জঙ্গল
গাছ ডাকছে,পাখিরা বলাবলি করছে
স্পষ্ট বুঝতে পারছি তাদের ভাষা
কেউ কেউ আমাকে খাবার এনে দিচ্ছে
কেউ ধবধবা শাড়ি পরে নৃত্য করছে
মাতম করছে
দেখলাম হঠাৎ কারা যেন
চাঙারিতে উঠিয়ে নিয়ে যাচ্ছে আমায়
কী উজ্জ্বল মুখ...
আলোকিত হয়ে যাচ্ছে চারপাশ
শাদা গাউন পরিহিত যুবতীরা ধূপ হাতে
দুলিয়ে দুলিয়ে মাতম করছে
হঠাৎ ভীষণ ঝড় এলো
উড়িয়ে নিয়ে যাচ্ছে আমায়
হাতে আটকাচ্ছে না কোন কিছু
না যুবতী না গাছের ডাল কিংবা পড়ে থাকা কফিন
আমি চিৎকার করে ডাকলাম
দেখলাম ঝরের তালে তালে
চলে যাচ্ছে নারী-যুবতী হাজারো পাখি-গাছেরাও উড়ে যাচ্ছে
আলোকিত জঙ্গল হয়ে গেলো অন্ধকার
আমি কাঁপছি-ঘাম পড়ছে দর দর...
হঠাৎ কেঁপে উঠলো শরীর
তখন জ্বরের ঘোর কেটে গেছে!
১৯
যখন জ্বরের ঘোর কেটে গেছে-২
দেখলাম পাশে এক উন্মাদ যুবতী
নগ্ন শরীর
আমি ছটফট করছি
বাতি নিভে গেলে দেখলাম আমাকে শূন্যে তুলে ধরছে
আমি বল ফিরে পাচ্ছি-বীর্যবান হচ্ছি
এমন সময় আলোকিত সিঁড়ির মাঝে দাঁড়িয়ে আছে
নাঙা যুবক-উণ্থিত শিশ্ন!
আমি পড়ে গেলাম,চূর্ণ হয়ে গেলো আলোকিত সিঁড়ি -যুবতী
দেখলাম চারপাশ আপেল-কমলা ছড়ানো
আমার বমি আসছে
তীব্র বেগে!
২০
ট্রেন, সুন্দরী নারীর মতোই
সন্ধ্যার ট্রেন আসে রাতে
ট্রেন পাগল যাত্রী
দৌড়াতে থাকে
দৌড়াতে থাকে...
কেননো হয়ে যায় ট্রেন!
ট্রেন সকল যাত্রীর
জানমালের নিশ্চয়তা বহন করে
ডাক দেয় আয়...
আয়...
আয়...
ট্রেন একটি ম্যাজিক
ট্রেন একটি ঘোর
যতই কামরায় ঢুকবে
ততই নিয়ে যাবে গভীরে!
ট্রেন, সুন্দরী নারীর মতোই
ঘুরায়-ভাবায়
ঝক ঝকাঝক করতে করতে চলে যায়...
২১
দখলের পতাকা
মসৃণ আপেল পেতাম
একখানি ঘুর আর মসজিদে যাবার সাহস
স্রেফ মুসলমান হলে।
চাবি ছিল
শুধু তালা খোলার বাকি
তাও হতো স্রেফ মুসলমান হলে!
গলাগলি কম হয়নি,রাতেও শুয়েছি
আযান হলেই মুসকিল...
জানলায় ফাঁকে হালিমার ডাক
'এই গারো নামাজ পড়বি না?'
তখন মান্দি পাড়ার মুরগীদের পায়ে দড়ি
নাড়ার আগুনে খই ফুটছে
টপাটপ।
সেহেরি খেতেই হতো
আপেল কমলা কিংবা আঙুরে জুস
থাকতো হালিমার কোচরে
গালে ঠোঁট রেখে বলতো
'ইফতারি করলে পাবি!'
ইফতারি কই?
মান্দি বাড়ির মদ
শূকরের কসানি
জিহ্বার ডগায় আগু-পিছু।
ঠেলাঠেলি
তখন ধূসর দেখাতো হালিমাকে
স্তনকে মাটির ঢেলা
আপেল কমলা কিংবা জুস পড়ে আছে মুসলমান ক্ষেতে
স্রেফ মুসলমান হলে ওসব আমার হয়ে যেতো
শার্ট খুলে উড়াতাম
দখলের পতাকা।
২২
গারো সেরা
আমি গারো সেরা বোকাসোকা খাই শুঁটকি সোডা শূকরের মাংস।যদি চালের গুঁড়া-সোডা,পেঁপের পাতা বা ফুল কিংবা শুকনা পাট শাক হয় তাহলে তো চাকুম চুকুম!গারো মদের সাথে একটু একটু রসিয়ে রসিয়ে...
গোলাপি নেশা হলে দারুণ খেলা যায়,অন্যের বউকে নিজের মনে হয়!মদ আর মাংস ঠিক নারীর মতো নেশা ছুটে গেলে আফসোস!আফসোস!
আমি গারো সেরা মুখে মদ আর মাংস,বুক ভরতি জ্বালা!
No comments