থকবিরিম এবং কবি মিঠুন রাকসাম

Ja'dil Mri




কবি মিঠুন দার সাথে পরিচয় বেশি দিনের নয়,তবুও মনে হয় কত বছর ধরে চিনি।কবি মিঠুন দার সাথে বসলে নানান বিষয় নিয়ে বিস্তর কথা বার্তা হয়,কবে কোন দিকে সময় চলে যায় খেয়াল থাকে না।"থকবিরিম" নিয়ে কবি মিঠুন দার অনেক স্বপ্ন,একজন স্বপ্নময়ী মানুষ যেমন হয় ঠিক তেমন কবি মিঠুন দা।কবি মিঠুন দা অবিরাম ভাবে সাহিত্য চর্চা, প্রকাশনা, ছোট কাগজ সম্পাদনার কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন।কবি মিঠুন দার অনেকগুলো কবিতার বই বের হয়েছে এছাড়াও  ছোট গল্প এবং গবেষণাধর্মী বইও বের হয়েছে।কবি মিঠুন দা এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ছুঁটে বেড়ায় গারো ততা আদিবাসী লেখকদের বই পাণ্ডুলিপি সংগ্রহ করতে,কবি মিঠুন দা সব সময় চেষ্টা করেন নিজেদের যা কিছু আছে সবকিছু মানুষের সামনে তুলে ধরতে। কবি মিঠুন দার ছুঁটে চলা অবিরাম....

কবি মিঠুন দাকে নিয়ে আমার অভিজ্ঞার কথা স্মৃতির কথা পরে লিখব।কবি মিঠুন দার স্বপ্ন পূরর্ণে আমরাও অংশীদার হতে পারি।কবি মিঠুন দা ছোট কাগজ" থকবিরিম "সম্পাদনা করে থাকেন।"থকবিরিম থেকে আদিবাসী লেখকদের অনেক গুলো মানসম্মত বই বের হয়েছে এবং ভবিষ্যতেও হবে।কবি মিঠুন দার কাছ থেকে জানা যায়,আরো অনেকগুলো পাণ্ডুলিপি তার সংগ্রহে আছে তবে এখন পাণ্ডুলিপিগুলো প্রিন্ট করতে বাকি।

" বইমেলা ২০১৯" সালেও "থকবিরিম" থেকে অনেক গুলো বই বের হয়েছে।"থকবিরিম" থেকে বই কিনুন, বন্ধুবান্ধব কাছের মানুষদের থকবিরিমের বই উপহার দিন,নতুন বই এর ঘ্রাণ দিন,সব সময় থকবিরিমেরর সাথে থাকুন।
থকবিরিম থেকে প্রকাশিত নতুন বই এর কিছু নমুনা দেওয়া হলো...


১.লিনা জাম্বিল-সিলগার আসকি।






২.সুমনা চিসিম-দেলং।





৩.গৌরব জি,পাথাং-ভালবাসা,ভাল থেকো।




৪.মতেন্দ্র মানখিন-ধূর্তছায়া নষ্টকাল।




৫.শরৎ ম্রং-মেয়েটিও কবি।




এছাড়াও আরো অনেকগুলো  নতুন বই আসছে.....
অপেক্ষা করুন,থকবিরিমে সাথে থাকুন।

2 comments:

Theme images by saw. Powered by Blogger.