মেঘালয় রাজ্য,রুপের রাজা

Jadil Mri






ভারতের সেভেন সিস্টার রাজ্যের মধ্যে মেঘালয় রাজ্য অন্যতম।মেঘালয় রাজ্য ভারতের উত্তর পূর্বে অবস্থিত এবং মেঘালয় রাজ্যের উত্তর ও পূর্ব থেকে অসম রাজ্য এবং দক্ষিণ ও পশ্চিম দিকে বাংলাদেশ অবস্থিত। মেঘালয় রাজ্যের রাজধানী শিলং এটি পূর্ব খাসিয়া পাহাড় জেলায় অবস্থিত। মেঘালয় রাজ্য খুব বৃষ্টি প্রবণ এলাকা,এই রাজ্যকে মেঘের রাজ্য বলা হয়।এই রাজ্যে ঘুরার মতো অনেক জায়গা রয়েছে।যেমন-ভিলেজ মাওলিং - এশিয়ার মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন এক গ্রাম,জীবন্ত ব্রীজ মানে গাছের শিখর দিয়ে তৈরি ব্রীজ,স্টেট মিউজিয়াম,উইলিয়াম লেক,ডন বসকো ক্যাথেড্রাল, জলপ্রপাত, মংসুমই গুহা,রামকৃষ্ণ মিশন,সেভেন সিস্টার্স ফসল ইত্যাদি।

অনেকে বলে থাকে দাজিলিং রুপের রানী হলে অবশ্যই মেঘালয় রুপের রাজা।মেঘালয় রাজ্য ছোট হলেও দেখতে অনেক সুন্দর, অপূর্ব সুন্দর বলে চোখে না দেখা  পর্যন্ত বিশ্বাস করা কঠিন।মেঘালয় রাজ্য এগারোটি জেলা নিয়ে গঠিত।

তার মধ্যে খাসি পাহাড় জেলা..

১.পূর্ব খাসি পাহাড়-শিলং
২.পশ্চিম খাসি পাহাড়-নংস্তৈন
৩.দক্ষিণ পশ্চিম খাসি পাহাড়-মাওরেওয়াট
৪.রী ভোঈ পাহাড়-নংপো


জৈন্তিয়া পাহাড় জেলা...

১.পশ্চিম জৈন্তিয়া পাহাড়-জাওয়াই
২.পূর্ব জৈন্তিয়া পাহাড়-কিলেরিয়াট

গারো পাহাড় জেলা...

১.উত্তর গারো পাহাড়-রেসুবেলপাড়া
২.পূর্ব গারো পাহাড়-উইলিয়ামনগর
৩.দক্ষিণ গারো পাহাড়-বাঘমারা
৪.পশ্চিম গারো পাহাড়-তুরা
৫.দক্ষিণ পশ্চিম গারো পাহাড়-আমপাতি

মেঘালয় রাজ্যে বহু আদিবাসী জনগোষ্ঠীর বসবাস। এই রাজ্য খ্রিষ্টান অধ্যুষিত এলাকা।এই রাজ্যে গারো,খাসি,জৈন্তিয়া,নেপালী,ওয়ার, হিন্দী,হাজং অসমীয়া,কোচ,রাভা,মারাঠি,কার্বি,ডিমাছা,কুকি,বাঙালি,লাখার,মিকির,বড়ো   ইত্যাদি বিভিন্ন জাতিগোষ্ঠী রয়েছে।


No comments

Theme images by saw. Powered by Blogger.