Moon Nokrek Silkring-"Apsan-আপসান"

 Ja'dil Mri



Moon Nokrek Silkring






দিদি  একজন সফল উদ্যোগতা।তিনি নিজের স্বাতন্ত্র্য বজায় রেখে কাজ করে চলছেন।"আপসান"নিয়ে উনার স্বপ্ন বিশাল,সেই স্বপ্ন পূরর্ণে আমরাও অংশ নিতে পারি "আপসান"পণ্য কিনে।"আপসান" এখন গারো নারী ততা আদিবাসী নারীদের আইকন।ফেইবুকে "আপসান"নিয়ে দিদির সাক্ষাৎককার নিচে দেওয়া হলো....






জা'ডিল মৃ- (১)আপনি তো নারী উদ্যোগতা হিসাবে সফল,মানে নাম ডাক হয়েছে। এই সময়গুলো আপনি কিভাবে উপভোগ করেন?


Moon Nokrek Silkring-( ১)উদ্যোক্তা হিসেবে আমি নিজেকে সফল বলবো না।কারণ সফলতাই একমাত্র লক্ষ নয় এটা আমি আমার জার্নি হিসেবে মনে করি। আর উপভোগ করা বলতে... কেউ যখন  আপসান পণ্য বলতে নিজেদের পণ্য মনে করে ও উৎসাহ নিয়ে তাদের কৌতুহল শেয়ার করে এবং উদ্যোক্তা হওয়ার ইচ্ছাগুলো প্রকাশ করে ও আমার কার্যক্রম দেখে অনুপ্রাণিত হয় তখন তাদের মধ্য দিয়ে আমিও পুনরায় শক্তি,সাহস ও অনুপ্রেরণা পাই।
এ অনুভূতি গুলো সত্যি অন্যরকম একটা সুখ ও তৃপ্তি দেয় আমায়।





জা'ডিল মৃ- (২)আপনি তো একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করেছেন।কিন্তুু উদ্যোগতা হওয়ার পিছনের কাহিনী জানতে চাই?

Moon Nokrek Silkring-(২)জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আমার শিক্ষা জীবনটাকে যেমন অন্যপর্যায় নিয়ে গেছে ঠিক তেমনি নিজেকে ও নিজের জাতি ও অস্তিত্ব সম্পর্কে জানার ও বুঝার জ্ঞান ও আলো দুটোই দিয়েছে। উদ্যোক্তা হিসেবে নিজেকে ভাবার পিছনে যে কারণ তা হল "নকরেক আইটি ইনস্টিটিউট এর কর্ণধার সুবীর নকরেক এর অনুপ্রেরণা, শক্তি ও সাহস। নকরেক আইটিতে আসার পর আমার ভাবনাগুলো পরিবর্তন হয়ে যায়।নিজেকে উদ্যোক্তা হিসেবে ভাবতে শুরু করি।আর সবসময় ক্ষেত্র খুঁজতে থাকি আমাদের মধ্যে কোন দিক গুলো পিছিয়ে আছে এবং কী নিয়ে কাজ করা অত্যন্ত জরুরী। আর সেই দিক বিচার বিবেচনা করেই আমি আমাদের মান্দিদের তাঁত শিল্প নিয়ে কাজ করার উদ্যোগ নেই। আর তাই তাঁতের তৈরী কাপড় থেকে শুরু করে আমাদের ব্যবহার্য যাবতীয়  নানান ঐতিহ্যবাহী জিনিসপত্রকে বিভিন্ন রূপে বিভিন্ন আঙ্গিকে সময়োপযোগী করে নিজেদের মধ্যে গ্রহনযোগ্যতা ও সহজলভ্যতা দুটোই করার চেষ্টা করে যাচ্ছি। তা ছাড়া আমাদের তাঁত ও হস্ত শিল্পের মাধ্যমে নিজেদের ঐতিহ্যকে টিকিয়ে রাখার জন্যে  সাথে কর্মসংস্থান ও দেশের অর্থনৈতিক উন্নয়ন করার আপ্রাণ চেষ্টা করছি।



জা'ডিল মৃ - (৩)একজন উদ্যোগতা হতে গেলে কী কী প্রয়োজন এবং কী করলে সফল উদ্যোগতা হওয়া যায়?


Moon Nokrek Silkring- (৩)একজন উদ্যোক্তা হতে হলে প্রথমে যেটা থাকতে হবে সেটা হল নিজের উদ্যোগের প্রতি ভালবাসা ও শ্রদ্ধা। সেই সাথে কর্মদক্ষতা, আত্মবিশ্বাস ও প্রত্যয়ী মনোভাব এবং নিজের ও অন্যের জন্যে ভাল কিছু করার প্রবল তাগিদ।





জা'ডিল মৃ -(৪)আপনি তো "আপসান" ব্র্যান্ড এর প্রধান দায়িত্বে আছে।প্রথম দিকে কোন সমস্যায় পড়েছেন কিনা?

Moon Nokrek Silkring- (৪) আপসান ব্র্যান্ডের শুরু থেকে এখন পর্যন্ত একাই মেনেজ করি তবে না চাইতেই অনেক দেবদূত মানে সাহায্যকারী বন্ধুরা সাহায্য করার জন্য সবসময় হাত বাড়িয়ে দেয় যার কারণে প্রথম দিকে হিমশিম খেলেও আবার ঠিক করা সহজ হয়ে যেত। তবে আমাদের কিছু মানুষজন জিনিস নিয়ে মূল্য ঠিকমত পরিশোধ করতে ভুলে যান বা  বিনামূল্যে নিতে আগ্রহী হওয়ার  কারণে  মাঝেমাঝে একটু সমস্যা হয়ে থাকে।আশা করছি এসব সমস্যা সমাধান সবার সহযোগীতায় ভবিষ্যতে আর হবে না।







জা'ডিল মৃ- ৫."আপসানের"অজানা কাহিনী জানতে চাই।যা এখন পর্যন্ত আপনি কাউকে বলেননি?

Moon Nokrek Silkring- (৫) আপসান এর অজানা কাহিনী বলতে এখন আর বাকি কিছু নেই বললেই চলে😃😃😃😃।আপসান মূলত মান্দিদের বিলুপ্তপ্রায় তাঁতশিল্প নিয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় নিয়ে সামনে হাঁটছে। সেই সাথে আমাদের হারিয়ে যাওয়া  ঐতিহ্য ও সংস্কৃতিকে টিকে রাখার ও ব্যবহারিক পরিধি বাড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এটা ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রাখার  একধরণের বিপ্লবও বলতে পারেন।





জা'ডিল মৃ (৬).আমার জানা মতে, আপনি এখন বিয়ে করেননি।কবে বিয়ে করবেন?কোন রীতিতে বিয়ে করবেন সাংসারেক নাকি খ্রিষ্টান?

Moon Nokrek Silkring- (৬)বিয়েটা আসলে করবো করবো করেও করা হচ্ছেনা কিছু সমস্যা বা ব্যস্ততার কারণে।নিজের পায়ে দাঁড়িয়ে তারপরই বিয়ে করার ইচ্ছা রাখি। 
আমার ইচ্ছা আমাদের মান্দিদের ও খ্রিস্টীয় রীতিনীতি দুটো অনুযায়ী বিয়ে করার।ইচ্ছা করলে দু'ভাবেই বিয়ে করা যায় আমার মতে।আর যে বর হবে তাকে অবশ্যই মান্দি ভাষা পারতে হবে ও বলার স্বক্ষমতা রাখতে হবে।সেই সাথে নিজেদের কালচার সম্পর্কে ধারণা রাখতে হবে ও অবশ্যই জামাই আসতে হবে। অন্যথায় বিয়ে করার কোনো ইচ্ছা আমার নেই...হাহাহাহা।



জা'ডিল মৃ-আমাকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

Moon Nokrek Silkring- আমাকে জানার আগ্রহ ও ধৈর্য দানের জন্যে আপনাকেও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই😊.







No comments

Theme images by saw. Powered by Blogger.