indeginious people-আদিবাসী
Ja'dil Mri
আদিবাসী |
আদিবাসী শব্দ নিয়ে অনেক বির্তক রয়েছে,কোন কোন দেশ আদিবাসীদের স্বীকৃতি দিয়েছে আবার কোন দেশ আদিবাসীদের অস্তিত্ব স্বীকার করে নেয়নি।।ফলে আদিবাসীরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত,প্রতিনিয়ত সংগ্রামের মধ্য দিয়ে জীবন পার করতে হয়।আদিবাসীরা বংশপরম্পরাই নিজেদের জায়গায় শান্তিপূর্ণ ভাবে বসবাস করা সত্ত্বেও নিজেদের অস্তিত্ব সংকটের সমাধান দিতে পারছে না।এর কারন কি? আদিবাসীরা এমন এক অবস্থার মধ্যে আছে,নিজেদের মৌলিক চাহিদা ঠিকমতো পূরর্ণে ব্যর্থ ।যার ফলে দারিদ্র্য থেকে আরো দারিদ্র্যে পথের দিকে ধাপিত হচ্ছে।
আদিবাসীদের মূলত বিভিন্ন ভাবে চিহ্নিত করা হয়।যেমন,আদিম জাতি,প্রথম জাতি,পাহাড়ি জনগোষ্ঠী, উপজাতি, আসল জাতি,ক্ষুদ্র নৃ গোষ্ঠী, বর্বর জাতি ইত্যাদি।আদিবাসী সংজ্ঞা নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে রয়েছে প্রচুর বির্তক। যার ফলে এখনো আদিবাসীদের নিয়ে কোন নির্দিষ্ট সংজ্ঞা সৃষ্টি হয়নি।দীর্ঘ দিন আলোচনা সমালোচনা বির্তক সৃষ্টি হলেও গ্রহণযোগ্য কোন সংজ্ঞা এখনো উপণীত হয়নি।পৃথিবীতে পাঁচ মহাদেশ প্রায় ৪০ কোটির মত আদিবাসী রয়েছে।
অনেক জাতি অত্যাচার, নিপীড়ন, জুলুম,যুদ্ধু বিগ্রহ, দেশান্তরিত,গণহত্যার ফলে নিজেদের ভাষা,সংস্কৃতি, ঐহিত্য হারিয়ে ফেলছে।এমন কোন জায়গা পাওয়া যাবে না যেখানে আদিবাসীরা ভালো আছে,কোথাও ভালো নেই।বাংলাদেশে ৪৫ টার অধিক প্রায় ৩০ লাখ আদিবাসী বসবাস করে।
সাধারণ ভাবে, আদিবাসীদের কিছু সংজ্ঞা বা আদিবাসীদের বোঝানোর স্বার্থে কিছু পদ্ধতি রয়েছে। "যারা স্মরণাতীত কাল থেকে নির্দিষ্ট জায়গায় বসবাস করে আসছে,যেখানে অনুপ্রবেশকারী প্রবেশের আগে থেকেই যাদের বসবাস ও যারা নিজেদের জন্য আলাদা রাষ্ট্র গঠন করতে পারেনি,রাষ্ট্রে যারা সংখ্যালঘু হিসাবে পরিচিত যাদের নিজস্ব ভাষা, সংস্কৃতি, ঐহিত্য,ইতিহাস, ধর্ম রয়েছে তাদেকেই মূলত আদিবাসী বলা হয়"।আদিবাসীদের কখনো উপজাতি বলা উচিত নয় কারন তারা কোন জাতির অংশ নয় বরং তারা নিজেরাই আলাদা একটি জাতি।জাতি হিসাবে যা কিছু থাকা দরকার বা প্রয়োজন সবকিছুই আদিবাসীদের মধ্যে রয়েছে।
অনেক আলাপ আলোচনা তর্ক বির্তক শেষে জাতিসংঘ ১৯৮২ সালে সর্বপ্রথম আদিবাসী স্বীকৃতি প্রদান করে এবং ৯ আগষ্ট সারাবিশ্বে আদিবাসী দিবস পালন করে থাকে।
No comments